Sunday, December 1, 2013

ওয়ান্স আপন অ্যা টাইম ইন বিছনাকান্দি!! by Shakil Masud

বরাবরের মতনই এবারের সফরও একদম হুট করে পরিকল্পনা করা। ছোটভাই শাকিবের কথা শুনে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত !! যাওয়ার কথা ৪জন। সকাল বেলা একজন বলে বসলো, বিছনাকান্দি যাওয়ার চেয়ে সে বিছানায় কান্নাকাটি করতেই বেশী স্বাচ্ছন্দ্যবোধ করবে!! 
যাই হোক সফর শুরু হলো তিনজন দিয়েই। যাওয়া এবং আশা নিয়ে দয়া করে কিছু জিজ্ঞেশ করবেন না!!
সোজা কথায় এক প্যাথেটিক জার্নি...
ভাঙ্গা রাস্তা আর পাথুরে ধূলা বাদ দিলে যাওয়াটা সার্থক !

অ্যালবামের অলমোস্ট সব ছবি ছোটভাই শাকিবের তোলা একসেপ্ট তাঁর ছবিগুলা ছাড়া!! যদিও সে এই ছবিগুলানও সেলফটাইমার দিয়ে তুলতে চাইসিল! 

এই জায়গাটা বর্ষাকালেই বোধহয় সবচেয়ে সুন্দর !

যাওয়ার উপায়
সিলেট(আম্বরখানা) -> হাদারপার বাজার (CNG- ১০০টাকা জনপ্রতি)(১.৫ ঘন্টা)
হাদারপার বাজার -> বিছনাকান্দি (কুয়েরি- গাং) ( হেঁটে)(৬০ মিনিট)































Sunday, September 15, 2013

মেস এর Feast ও একজন Guest

মাসে ছয় মাসেও একদিন তাহার দেখা পাওয়া যায় না।
সিলেট এ আছে কি নাই তাও জানি না। কোথায় যায় না যায় কাহাওকে কোনদিন বলেও না।
আগে যা মাঝে সাঝে ফোন এ কথা হইত এখন সেটাও তেমন হয় না।
ইহার একটাই নাকি কারণ, সেটা তাহার ব্যস্ততা। 

তাহার কি যে এত ব্যস্ততা তাহা আমাদের বোধগম্য নহে।
শুধু এইটুকুই জানি, তাহার একখান মাইয়া পটানোর যন্ত্র আছে। He has a DSLR Camera.
তিনি আমাদের মেস মেম্বার যে সেরকমও কিছু না আবার মেস এর কেউ না যে তাও বলা যাবে না।
আছে আর কি! ওই যে থাকে না কিছু লোক!

বিশেষ ভাবে সম্বোধন করলে তাহাকে আমাদের AGM বলা যায়।
(AGM means "Assistant Guest of our Mess")

যাহাই হোক, আসল কথায় আসি।
আমাদের সুখে-দুঃখে দীর্ঘদিন তাহার দেখা না পাইলেও প্রতি মাসের বিশেষ কয়েকটি দিনে তাহাকে আমরা আমাদের মাঝে পাইয়া থাকি।
সেই বিশেষ দিনগুলোতে কিভাবে কিভাবে জানি কোথা হইতে তাহার আগমন ঘটে আমরা তাহা বুঝিতে পারি না।
সে দিনগুলোতে তাহাকে আমাদের বাসায় আসিতে বলিতে হয় না। সে নাকি তার নিজ দায়িত্বে নিজ গরজে চলিয়া আসে।

মেস এর পোলাপাইন যেদিন ভালো-মন্দ কিছু খাইতে চায় সেদিনই তাহার এবং আমাদের সাক্ষাৎ ঘটে। নচেৎ নহে।

অতিথি আল্লাহ-এর প্রেরিত, তাই এই ব্যাপারে তাহাকে কোনদিন কিছু জিজ্ঞাসা করি নাই, করি না এবং করিবোও না।

হে অতিথি,
আপনার কাছে শুধু এইটুকু অনুরোধ, আগামীতেও মেস এ আসার সময় প্রতিবারের ন্যায় সাথে করিয়া এক কেজি দই আনিতে ভুল করিবেন না।
ওই সব ভালো খানাপিনার পরে দই সেবনে আপনার এবং আমাদের সকলের হজম প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়।

ধন্যবাদ আপনাকে।   

রাতারগুল ভ্রমণ

গত বছর এমন সময় আমরা মেসের কতিপয় সদস্যবৃন্দ গিয়েছিলাম রাতারগুল ভ্রমণে। সেখানে আমাদের সাথে ছিল রাতুল ভাই(Rock and Rolla),সুমন ভাই(The ultimate cool man), ফয়সাল ভাই(King khan), সোহেল ভাই(The guitarist), শাকিল ভাই(AGM- Assistant Guest of our Mess), উপল ভাই, শাফি(The campus star) এবং সাকিব(Nothing to Say)।

Friday, September 13, 2013

১ম বারবিকউ উৎসব,২০১১

ইমন ভাইকে ধন্যবাদ এটি আপলোড করার জন্য

Tuesday, September 10, 2013

এখানে প্রাক্তন ও বর্তমান সদস্যরা সৃতিচারণমূলক, ভাবমূলক, বাঁশমূলক  (  তৈলাক্ত বাঁশ নিজ দায়িত্বে ব্যাবহার করবেন ) ভাব আদান,প্রদান এমনকি সম্প্রদান করতে পারবেন।

ঝলসানো মুরগির আনন্দ আয়োজন

বিগত বছরে হয়ে যাওয়া বারবিকিঊ পার্টির ছবি