Sunday, September 15, 2013

মেস এর Feast ও একজন Guest

মাসে ছয় মাসেও একদিন তাহার দেখা পাওয়া যায় না।
সিলেট এ আছে কি নাই তাও জানি না। কোথায় যায় না যায় কাহাওকে কোনদিন বলেও না।
আগে যা মাঝে সাঝে ফোন এ কথা হইত এখন সেটাও তেমন হয় না।
ইহার একটাই নাকি কারণ, সেটা তাহার ব্যস্ততা। 

তাহার কি যে এত ব্যস্ততা তাহা আমাদের বোধগম্য নহে।
শুধু এইটুকুই জানি, তাহার একখান মাইয়া পটানোর যন্ত্র আছে। He has a DSLR Camera.
তিনি আমাদের মেস মেম্বার যে সেরকমও কিছু না আবার মেস এর কেউ না যে তাও বলা যাবে না।
আছে আর কি! ওই যে থাকে না কিছু লোক!

বিশেষ ভাবে সম্বোধন করলে তাহাকে আমাদের AGM বলা যায়।
(AGM means "Assistant Guest of our Mess")

যাহাই হোক, আসল কথায় আসি।
আমাদের সুখে-দুঃখে দীর্ঘদিন তাহার দেখা না পাইলেও প্রতি মাসের বিশেষ কয়েকটি দিনে তাহাকে আমরা আমাদের মাঝে পাইয়া থাকি।
সেই বিশেষ দিনগুলোতে কিভাবে কিভাবে জানি কোথা হইতে তাহার আগমন ঘটে আমরা তাহা বুঝিতে পারি না।
সে দিনগুলোতে তাহাকে আমাদের বাসায় আসিতে বলিতে হয় না। সে নাকি তার নিজ দায়িত্বে নিজ গরজে চলিয়া আসে।

মেস এর পোলাপাইন যেদিন ভালো-মন্দ কিছু খাইতে চায় সেদিনই তাহার এবং আমাদের সাক্ষাৎ ঘটে। নচেৎ নহে।

অতিথি আল্লাহ-এর প্রেরিত, তাই এই ব্যাপারে তাহাকে কোনদিন কিছু জিজ্ঞাসা করি নাই, করি না এবং করিবোও না।

হে অতিথি,
আপনার কাছে শুধু এইটুকু অনুরোধ, আগামীতেও মেস এ আসার সময় প্রতিবারের ন্যায় সাথে করিয়া এক কেজি দই আনিতে ভুল করিবেন না।
ওই সব ভালো খানাপিনার পরে দই সেবনে আপনার এবং আমাদের সকলের হজম প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়।

ধন্যবাদ আপনাকে।   

2 comments:

  1. আপনার সুচিন্তিত অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

    ReplyDelete